Limited Transfer Facility for all categories of gramin Dak Sevaks(GDS)
ডাকবিভাগ এর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প ও জীবন বীমা কে IPPB Ltd. এর সাথে সংযুক্ত করে ডাকবিভাগকে বেসরকারীকরনের অপচেষ্টার বিরুদ্ধে ও ডাকবিভাগের বিপুল সঞ্চয়কে রক্ষা করার স্বার্থে পোস্টাল JCA এর ডাকে আগামী ১০ই আগস্ট, ২০২২ ধর্মঘটের নোটিশ প্রদান করা হল সারা ভারত ডাক কর্মচারী সংগঠন, বর্ধমান বিভাগের পক্ষ থেকে বর্ধমানের বিভাগীয় প্রধানকে।
‌বিষয়:/* ৪ঠা আগস্টের'২০২২ একদিনের ডাক ধর্মঘট কেন আমরা ও জনসাধারণ সমর্থন করবো।
আমার সাথিরা, সময় খুব অল্প, দিন হাতে গোনা আর কাজ আমাদের অনেক বড়, লড়াই খুব কঠিন। কিন্তু আমরা হার মানবো না। তেলা মাথায় তেল দেওয়া কেন্দ্রীয় সরকারের তুঘলকি কায়দায় নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ আমরা করবো। প্রতি দিন নিজেদের বলবো, পাশে বসা সহকর্মী কে বলবো, আমাদের সামনে এসে দাঁড়ানো পোস্ট অফিসে কাজ নিয়ে আসা নাগরিকদের বলবো, এজেন্ট বন্ধুদের বলবো আমাদের প্রতিবাদের কথা, কেন্দ্রীয় সরকারের ডাক দপ্তর কে বেসরকারীকরণের ঘৃণ্য চক্রান্তের কথা। আমাদের নিশ্বাসে থাকবে বার্তা, প্রশ্বাসে থাকবে প্রতিবাদ। স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আমরা --যে কোন বিষয়ের ওপর মতামত প্রকাশের স্বাধীনতা আছে আমাদের। যে কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়া, উন্নত প্রযুক্তি আর পরিকাঠামোর পর্দার আড়ালে  পরিকল্পনামাফিক ডাক দপ্তর কে দুর্বল লিঙ্ক আর প্রতিদিনের সমস্যা ঘেরা পরিকাঠামোর মধ্যে ফেলে রেখে অবিরত লোকসানের পরিসংখ্যান দেখান্ অথচ সেই দপ্তরের প্রাণভোমরা স্বল্প সঞ্চয়কে  IPPB  র মতো শুরু থেকেই লোকসানে থাকা সেক্টরের সঙ্গে যুক্ত করতে চান্, সেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের আমরা বিরোধিতা করবো এবং রুখবোই রুখবো। আগামী ৪ঠা আগষ্টের ধর্মঘট আমরা সর্বাত্মক সফল করবো। ফ্রান্সের টেনিস কোর্ট ওথ এর মতোই আমরাও শপথ নেব ততক্ষণ আমরা লড়াই থামাবো না, যতক্ষণ না পর্যন্ত আমরা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পরিবর্তন করাতে পারি।
শুধুমাত্র ডাক কর্মচারীদের স্বার্থেই এ ধর্মঘট নয়, সাধারণ মানুষের গচ্ছিত অর্থকে সুরক্ষিত করার স্বার্থে আগামী 4th আগস্ট ধর্মঘটকে সর্বাত্মক সফল করতে হবে।
৪ঠা আগস্ট ২০২২ সমগ্র দেশ ব্যাপী ধর্মঘট সফল করতে আমরা বদ্ধপরিকর, আসুন আমরা শপথ গ্রহণ করি, সাধারণ মানুষের গচ্ছিত অর্থের সুরক্ষা হীনতা, কর্মচারী দের সুরক্ষা হীনতা, এজেন্ট বন্ধু দের পেটের ভাত কেড়ে নেবার যে প্রচেষ্টা তাকে রুখে দিতেই হবে। সকলে সক্রিয় হোন, সাধারণ মানুষকে তাদের আসন্ন বিপদের কথা সম্পর্কে অবহিত করিয়ে ধর্মঘট কে সফল করুন। ইনকিলাব জিন্দবাদ, NFPE জিন্দাবাদ, AIPEU জিন্দাবাদ।