প্রিয় সহকর্মী অমিতাভ ঘোষ -কে অকুণ্ঠ অভিনন্দন জানাই তাঁর প্রথম কাব্যগ্রন্থ "প্রশ্নাতীত নরম আগুন" প্রকাশ উপলক্ষ্যে...


প্রিয় সহকর্মী অমিতাভ ঘোষ -কে অকুণ্ঠ অভিনন্দন জানাই তাঁর প্রথম কাব্যগ্রন্থ "প্রশ্নাতীত নরম আগুন" প্রকাশ উপলক্ষ্যে। বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমে এযাবৎ প্রকাশিত এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু অপ্রকাশিত কবিতা সংকলিত হয়েছে এই বইয়ে। কবিতাগুলি সুগভীর 'পাঁচমিশালি আবেগে'র ও সুখপাঠ্য। বইটির প্রচ্ছদ এবং মুদ্রণ ঝকঝকে। 

       খটমটে নীরস বাস্তব অর্থনীতির একজন কৃতী ছাত্র হয়েও সাহিত্যের প্রতি তাঁর অনুরাগ এবং মননশীল কল্পনার জগতে অবাধ বিচরণ আমাদের মুগ্ধ করে। বর্তমানে তিনি নবগ্রাম পোস্ট অফিসে সাব পোস্টমাস্টার পদে কর্মরত এবং AIPEU বর্ধমান সংগঠনের  একজন অতি পুরনো  এবং দায়িত্ববান সদস্য । কর্মক্ষেত্রে গুরুদায়িত্ব সামলে, দৈনন্দিন কাজের একঘেয়েমি থেকে বেরিয়ে এসে কবিতা লেখার মতো সৃষ্টিশীল কাজে নিজেকে সাবলীল ভাবে নিমগ্ন রাখার জন্য আরেকবার তাঁকে অভিনন্দন জানাই। বইটিতে ৬৭ টি কবিতা সংকলিত হয়েছে। বিষয় ভাবনার বৈচিত্র্য, তা প্রকাশের রকমফের এবং বিষয়ানুগ শব্দচয়ন এককথায় চমৎকার। বেশ কিছু কবিতা গভীর অর্থবহ। আগুন যে সত্যিই কত নরম হতে পারে তা তাঁর কবিতার ছত্রে ছত্রে ফুটে উঠেছে। 

       নিভৃত আলাপচারিতায় জানা যায়, তিনি কিন্তু নিজেকে এখনও 'কবি' বলে মনে করেন না। জীবনানন্দ যেমন বলেছেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি, তিনিও লেখেন, 'সব কবিরা হয় না কবি ... , শব্দশ্রমিক'। কবি নয়, তিনি নিজেকে বলেন 'শব্দের কারবারী'। কিন্তু আমরা চাই, তিনি অচিরেই 'কবি' হয়ে উঠুন এবং আরও আরও অনেক গভীর সুন্দর কবিতা আমাদের উপহার দিন।

----------------------------
https://aipeuburdwan.blogspot.com
NFPE Burdwan Division


Post a Comment

0 Comments