আমার সাথিরা, সময় খুব অল্প, দিন হাতে গোনা আর কাজ আমাদের অনেক বড়, লড়াই খুব কঠিন। কিন্তু আমরা হার মানবো না। তেলা মাথায় তেল দেওয়া কেন্দ্রীয় সরকারের তুঘলকি কায়দায় নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ আমরা করবো। প্রতি দিন নিজেদের বলবো, পাশে বসা সহকর্মী কে বলবো, আমাদের সামনে এসে দাঁড়ানো পোস্ট অফিসে কাজ নিয়ে আসা নাগরিকদের বলবো, এজেন্ট বন্ধুদের বলবো আমাদের প্রতিবাদের কথা, কেন্দ্রীয় সরকারের ডাক দপ্তর কে বেসরকারীকরণের ঘৃণ্য চক্রান্তের কথা। আমাদের নিশ্বাসে থাকবে বার্তা, প্রশ্বাসে থাকবে প্রতিবাদ। স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আমরা --যে কোন বিষয়ের ওপর মতামত প্রকাশের স্বাধীনতা আছে আমাদের। যে কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়া, উন্নত প্রযুক্তি আর পরিকাঠামোর পর্দার আড়ালে পরিকল্পনামাফিক ডাক দপ্তর কে দুর্বল লিঙ্ক আর প্রতিদিনের সমস্যা ঘেরা পরিকাঠামোর মধ্যে ফেলে রেখে অবিরত লোকসানের পরিসংখ্যান দেখান্ অথচ সেই দপ্তরের প্রাণভোমরা স্বল্প সঞ্চয়কে IPPB র মতো শুরু থেকেই লোকসানে থাকা সেক্টরের সঙ্গে যুক্ত করতে চান্, সেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের আমরা বিরোধিতা করবো এবং রুখবোই রুখবো। আগামী ৪ঠা আগষ্টের ধর্মঘট আমরা সর্বাত্মক সফল করবো। ফ্রান্সের টেনিস কোর্ট ওথ এর মতোই আমরাও শপথ নেব ততক্ষণ আমরা লড়াই থামাবো না, যতক্ষণ না পর্যন্ত আমরা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পরিবর্তন করাতে পারি।

Post a Comment

0 Comments