কমরেড সাথী, আপনারা সকলেই অবগত আছেন যে ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে ভারতীয় ডাকবিভাগ কে বেসরকারিকরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার প্রতিবাদে আমাদের প্রিয় সংগঠন NFPE ,৪ ঠা আগস্ট ২০২২ একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘটে আমরা সবাই সামিল হবো। আমরা মানে শ্রমিক, কর্মচারী, এজেন্ট বন্ধু, খেটেখাওয়া মেহনতি সকল জনসাধারণ কে বোঝাতে হবে আমাদের সামনে চরম বিপদের দিন এগিয়ে আসছে , বর্তমানের জনবিরোধী, শ্রমিক কর্মচারী বিরোধী ,কেন্দ্রীয় সরকার একটা লোকসানে চলা লিমিটেড সংস্থার সাথে (IPPB)একটা প্রাচীন সরকারি দপ্তর , সাধারণ মানুষের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভারতীয় ডাকবিভাগ কে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে । আমাদের হাতে মেইল ছাড়া আর কিছুই থাকবে না কমরেড। সবটাই চলে যাবে IPPB এর হাতে। আবার একটা BSNL হবে।এই প্রতিকূল সময়ে আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জোটবদ্ধ হ ওয়া ছাড়া আর কোন উপায় নেই। হাতে সময় খুব ই কম।আগামী প্রজন্ম আমার আপনার সন্তান সন্ততিদের কাছে সরকারি চাকরি বলে আর কিছু থাকবে না।জনসাধারণ পোস্ট অফিসে টাকা রেখে তিনি যে নিশ্চিতে ঘুমোতেন সেই নিশ্চয়তা বলে আর কিছু থাকবে না।কম সুদে অনিশ্চিত হয়ে IPPB তে টাকা রাখতে হবে ,না হলে ভুঁই ফোড় চিটফান্ডের খপ্পরে পড়ে সর্বশ্রান্ত হবেন গরীব খেটেখাওয়া গ্ৰামের মানুষগুলো।বেকার হয়ে যাবেন লক্ষ লক্ষ এজেন্ট বন্ধু।এরপরে ও কি আমরা চুপ চাপ বসে থাকবো, নাকি এটা ভাববো যে আবার একদিনের বেতন??? এই তো গত মার্চে দুই দিনের বেতন দিলাম। বন্ধু এই ভাবতে ভাবতে আমাদের কেই চলে যেতে হবে না তো BSNL এর বন্ধুদের মতো।তাই সরকার বাহাদুর এর চোখে চোখ রেখে আমরা লড়াই করে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখবোই সঙ্গে আমার NFPE আছে , আমরাও জোটবদ্ধ। কঠিন লড়াই কিন্তু জিততে আমাদের হবেই । কেন্দ্রীয় সরকারের অমানবিক, তুঘলকি আচরণের ও বেসরকারি করনের ঘ্রিন্ন চক্রান্তের প্রতিবাদে আমাদের লড়াই আন্দোলন চলবেই।জিডিএস দের চরম সমস্যার মধ্যে কাজ করতে হচ্ছে RICT মেশিনে অফিসে কাজ করতে পারে না, বাড়িতে রাত জেগে, রাস্তায়,বাসে,ট্রেনে যেখানে লিংক পাচ্ছে সেখানে গিয়ে কাজ করতে হচ্ছে।D+0 নাম করে ডেলিভারি সিস্টেমের উপর বুলডোজার চালানো হচ্ছে।বর্তমানে আমাদের কর্মক্ষেত্রে নিত্যদিনের লিংক সমস্যা, সার্ভার সমস্যা য় জর্জরিত এমনকি আমাদের ডিভিশনে প্রচুর অফিস আছে যেখানে টয়লেট এর ব্যবস্থা নেই এমন পরিবেশে আমরা কাজ করছি , সেই দিকে নজর ঘুরিয়ে প্রচার সর্বস্ব সরকার ডিজিটাল ,প্রযুক্তির নাম করে বেসরকারি করনের দিকে ডাকবিভাগ কে নিয়ে যাওয়ার প্রতিবাদে আমাদের সমস্ত স্তরের কর্মচারী বন্ধু সে পার্টটাইম কন্টিজেন্ট পেইড, জিডিএস, পোস্ট ম্যান এম টি এস,ক্লাস থ্রি , এজেন্ট বন্ধু, সাধারণ মানুষ সবাইকে সংগে নিয়ে এই ধর্মঘটে সামিল হবো এবং ১০০ শতাংশ সাফল্যের জায়গায় নিয়ে যাবো এই অঙ্গীকার বদ্ধ করছি। সবাই এগিয়ে আসুন বন্ধু হাতে হাত, কাঁধে কাঁধ রেখে আমরা এই লড়াইয়ের ময়দানে আন্দোলন কে জিইয়ে রাখি।ইনকিলাব জিন্দাবাদ।NFPE বর্ধমান জিন্দাবাদ।
"Take it from me, Brothers, that petitions and memorials and supplications will count for nothing so long as you do not organize yourselves in a manner to convince the govt. that you will no longer stand nonsense".(Tarapada’s Lahore speech, 1921).
0 Comments