আর কয়েকদিন পর আগামী 15 ই আগস্ট স্বাধীনতার ৭৫ বছর পূর্তি পালন করবো। ঠিক সেই মুহূর্তে ভারতীয় ডাক বিভাগের স্বাধীন সত্তার অবলুপ্তি ঘটিয়ে IPPB নামক কর্পোরেট সংস্থার হাত ধরে গৌরব উজ্জ্বল ভারতীয় ডাক ব্যবস্থার অস্তিত্বকে শেষ করে দিতে চলেছে বর্তমান সরকার। আমরা কোনদিনই উন্নত প্রযুক্তি উন্নত পরিকাঠামোর পরিপন্থী নয়, তাইতো আমরা গ্রামীণ ডাক সেবক বন্ধুরা RICT Divice 4G Dongle চেয়েছিলাম,PLI, RPLI Section এ উন্নত প্রযুক্তি এবং উন্নত পরিকাঠামোর মধ্য দিয়ে মানুষের কাছে সুষ্ঠু পরিষেবা পৌঁছে দিতে চেয়েছিলাম, কিন্তু তার পরিবর্তে আমরা কি পাবো, IPPB যার সূচনা লগ্নেই ৩০০ কোটি টাকার ঘাটতি। কার স্বার্থে এই IPPB, ডাক কর্মচারীদের স্বার্থে? নাকি ভারতবর্ষের ১৩০ কোটি মানুষের স্বার্থে?? জনগণের স্বার্থে যদি হয় তাহলে POSB সুদের থেকে অনেক কমসুদ IPPB Account শুধু তাই নয়, ব্যাংকের নিয়ম মত জনগণের গচ্ছিত পুরো টাকার দায়িত্ব আর সরকারকে নিতে হবে না। তাই এর বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার হতে হবে, আগামী 4th August যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, সেই ধর্মঘটকে ১০০ শতাংশ সফল করতে হবে। IPPBর ক্ষতিকারক দিকগুলি সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে হবে। আমরা যদি প্রত্যেকে প্রতিদিন পাঁচজন করে মানুষকে জানাতে পারি, তাহলে ধর্মঘটের আগে 100 জন করে মানুষের কাছে পৌঁছে যাবো। শুধুমাত্র ডাক কর্মচারীদের স্বার্থেই এ ধর্মঘট নয়, সাধারণ মানুষের গচ্ছিত অর্থকে সুরক্ষিত করার স্বার্থে আগামী 4th আগস্ট ধর্মঘটকে সর্বাত্মক সফল করতে হবে।।
"Take it from me, Brothers, that petitions and memorials and supplications will count for nothing so long as you do not organize yourselves in a manner to convince the govt. that you will no longer stand nonsense".(Tarapada’s Lahore speech, 1921).
0 Comments