যোগাযোগ ভবনের সামনে DRM কর্মচারীদের আজকের বিক্ষোভের reporting ABP Ananda তে I


রক্তিম অভিনন্দন সবাইকে। 


সর্বত্র অনিয়মিত কর্মচারীদের উপর আগ্রাসী আক্রমণ নামিয়ে এনেছে বিভিন্ন দপ্তরের কর্তৃপক্ষ তথা ভারত সরকার। আমাদের আরও জোরদার লড়াই, সংগঠন গড়ে তুলতেই হবে এই কর্মচারীদের জীবন-জীবিকার অস্তিত্ব রক্ষার তাগিদে। অনিয়মিত কর্মচারীদের স্বার্থে লড়াই, সংগঠনকে শক্তিশালী করতে বিভাগীয় কর্মচারীদের সংগঠনকেই অনেক বেশি আন্তরিক, উদ্যোগী ভূমিকা নিতে হবে। যেমনটা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি, দেখছি রাজডাঙ্গার GST ভবনে, CPWD, Central Food Lab, National Library, BSI, Postal Dept এ। আগামী ২৮-২৯ মার্চের ধর্মঘটকেও সফল করার দায়িত্ব নিতে হবে, বিশেষ করে যেখানে এই কর্মচারীদের নানান ন্যায্য দাবিদাওয়া এই ধর্মঘটের দাবিসনদে আছে।


জনার্দন মজুমদার, সাধারণ সম্পাদক, সিজিইসিসি, পশ্চিমবঙ্গ ।


 

Post a Comment

0 Comments