ট্রেড ইউনিয়ন শিক্ষা শিবির

গতকাল ২৩ এ অক্টোবর, ২০২২ রবিবার NFPE বর্ধমানের উদ্যোগ্যে কর্মচারী ভবনে ট্রেড ইউনিয়ন শিক্ষা শিবির অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন সার্কেল নেতৃত্ব কম: দেবকুমার চট্টোপাধ্যায়, কম: বিজন চক্রবর্তী ও কম: অর্ঘ্য রায় গুপ্ত, অন্যান্য বিভাগীয় নেতৃত্ব ও পেনশনার সংগঠনের নেতৃত্ব। আলোচনার বিষয় ছিল ১) সমাজ বিকাশের ধারা ও ২) সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক দিক ও কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য। এছাড়াও কমরচারীদের কৃতি সন্তানদের ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের অভিনন্দন জানানো হয়।

Post a Comment

0 Comments