আসলে সংগঠন একটা পরিবার। এবং কাল রাত্রে ঘুমাতে গিয়ে বুঝেছি শুধুমাত্র NFPE না, আমাদের প্রধান পরিবার বৃহত্তম বামপন্থী মনোভাবাপন্ন মানুষদের নিয়ে। কাল রাতে ঘুমাতে গিয়ে একটা অদ্ভুত খারাপ লাগা জমাট বাঁধছিল গলার কাছটায়। আজ আমি বা আমরা সরকারী চাকরি করছি এবং প্রতিনিয়ত এটা বুঝতে পারছি সরকারী চাকরীর শূন্যপদ পূরণের আশা প্রচুর পরিমাণে কমছে। এই শূন্যপদে রাজ্যের ছাত্র যুবদের পরীক্ষার মাধ্যমে নেওয়ার দাবীতে গিয়ে কোথাকার কোন এক মইদুল মিদ্যা স্লোগান তুলেছিল "হয় চাকরী দাও, নাহলে মৃত্যু"। তারপরে বর্তমান শাসকদলের পুলিশের নির্মম অত্যাচারে তার মুখ থেকে বেরোয় "মুই আর বাঁচবোনিকো"। সেটাই ঘটে কাল সকালে। মানুষের কাজের দাবীতে শহীদ হন কমঃ মইদুল মিদ্যা। সুদীপ্ত দা, সৈফুদ্দিন, মইদুল এই সরকারের আমলে নামের তালিকা দীর্ঘতর হয়েছে কিন্তু বিচার পায়নি তাদের পরিবাররা। কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের মাটিতে যারা সরকারী চাকরী পাবে তাদের চাকরীর লড়াইটা লড়েছিল মইদুল ভাইদের মতো কমরেডরাই। অনেকে বলছেন নেতারা পিছনে থেকে সামনে কর্মীদের লেলিয়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যে জানাই কমঃ মিদ্যা কোতুলপুর DyFI লোকাল কমিটি মেম্বার এবং গোপীনাথপুরের DYFI Unit সম্পাদক। সেদিনের ছবি যারা দেখেছো তারা দেখে থাকবে জল কামান, পুলিশি বর্বরতার সামনেও বক্তব্য রেখে গেছে মীনাক্ষী দি, Srijan দা, Gargi দি রা।
একটা ঘটনা হয়তো অনেকেই জানে আবার কেউ কেউ জানেও না সেটা হল আমরা আজ বলি দেড় বছর DA ফ্রিজ হয়ে আছে, বাড়লে ভালো হয়, বোনাস টা একটু বাড়ালে ভালো হয়। একদা ডাক কর্মচারীদের এই বোনাসের বিরোধিতা করেছিল FNPO। কিন্তু আজও A/C এ বোনাসের টাকাটা ঢুকলে FNPOর কর্মচারীরাও সেটা তুলে আনন্দ উৎসবে ব্যয় করেন। আর আসি মহার্ঘভাতার কথায়, আজ আমরা যে DA পাচ্ছি তাও মইদুল ভাইদের মতোই শহীদ কমরেডদের দান। DA র জন্য মিছিলে একদা গুলি চালিয়েছিল রাষ্ট্রের পুলিশ, সেখানে শহীদের মৃত্যুবরণ করেছিল বহু কমরেড। দুর্ভাগ্যজনক ভাবে দেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের তালিকায় যেমন কোনও মোদী শাহ নেই, তেমনই DA মিছিলের পুলিশের গুলিতে যাঁরা আত্মবলীদান করেছিলেন তাঁরা কেউ তেরঙ্গা, গেরুয়া ঝান্ডাধারী ছিলেন না, ছিল লাল ঝান্ডা বাহী আমাদের কমরেডরা কেন্দ্রীয় কর্মচারী আন্দোলনের মইদুলরা।এমনি এমনি ঝান্ডার রংটা লাল নয় আমাদের, অনেক সিনিয়র নেতৃত্বের ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে আজ আমাদের মাইনে DA বোনাস বেড়েছে। সেইজন্যই কাজের দাবীতে, খেটে খাওয়া মানুষের দাবীতে মিছিলে স্লোগান তুলে মৃত্যুবরণ করা কমরেড আমারই বৃহত্তম বামপন্থী পরিবারের এক সদস্য।
কলমে তুহিন চক্রবর্তী
( শহিদ মইদুল আমারও ভাই)
কৃতজ্ঞতা স্বীকার:- Janardan Majumdar , রাজ্য সম্পাদক, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের কো অর্ডিনেশন কমিটি
0 Comments