আজ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে National Federation Of Postal Employee's Union Burdwan Division and Burdwan R.m.s এর উদ্যোগে বর্ধমান বিভাগীয় সংগঠনের দপ্তরে মহান নেতা তথা শিক্ষক কমরেড K.G BOSE এর স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির সাফল্যের সাথে আয়োজিত হলো। এই শিবিরে সর্বমোট 50 জন রক্তদান করলেন। এর মধ্যে 5 জন মহিলা ছিলেন, নবীন GDS কর্মচারীদের উপস্থিতি ছিল বিশেষ করে উল্লেখযোগ্য, যা আগামীদিনে এই কর্মযজ্ঞে যথেষ্ট উৎসাহ প্রদান করলেন। আজ সকালে com k.g bose এর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে রক্তদান পর্বের সূচনা হয়। প্রতিকৃতিতে মাল্যদান করেন কমঃ অরূপ চক্রবর্তী, অশোক চ্যাটার্জী, বুলবুল ব্যানার্জী, অরিত্র কোনার, দেবস্মিতা দাস, অভিষেক দে, প্রমুখ। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় বানেশ্বর সাহা, ক্ষুদিরাম মূর্মূ, সুশান্ত শীল,অলোক নারায়ণ গাঙ্গুলি। তাঁরা প্রত্যেকেই এই কর্মযজ্ঞের আকুণ্ঠ প্রশংসা করেন এবং আশা করেন আগামীদিনেও যাতে আমরা এই সামাজিক কাজ ধারাবাহিক ভাবে করতে পারি। আজ যারা রক্ত দান করলেন তাঁরা শুধু মহান কাজ ই করলেন না, একটি করে জীবন রক্ষা করলেন। আশা রাখবো আগামীদিনগুলিতেও আপনারা এই ধরনের সামাজিক কাজে লিপ্ত থাকবেন। NFPE বিভাগীয় সংগঠন প্রত্যেক রক্তদাতাদের ,কর্মকর্তাদের, শুভানুধ্যায়ীদের, অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছে।
NFPE বর্ধমান বিভাগ
713101
0 Comments