Instructions on booking of Air Tickets on Government Account in respect of Leave Travel Concession (LTC)-Department of Posts, Ministry of Communication
Retirement Day of Sri Baneswar Saha, Sr. Supdt of Posts, Burdwan Division(31/08/2022)
দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছিলেন জীবন উৎসর্গ করেছিলেন যাঁরা, তাদের স্মরণ করছি। দেশের স্বাধীনতা, গণতন্ত্র, অর্থনৈতিক সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, জাতীয় সম্পদ ও দপ্তর  রক্ষার শপথ গ্রহণ করছি।
১০ ই আগস্টের ডাক ধর্মঘটকে ঐতিহাসিক রূপ দেবার জন্য সকল ডাক কর্মচারীকে অভিনন্দন। আবার ও প্রমান হল ডাক দপ্তরের জন্য একটিই সংগঠন ভাবে সেটি NFPE। একক ভাবে NFPE ই অতীতে সমস্ত দাবি আদায় করেছে আজ ও সেই দায়িত্ব পালন করছে। আজ ৮৫% এর উপর কর্মচারী ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। কিছু বিক্ষিপ্ত কর্মচারী বিভ্রান্ত হয়ে অফিসে ঢুকলেও ডাক পরিষেবা দিতে ব্যর্থ হন পুরোপুরি। সাধারণ মানুষ, এজেন্ট, পেনশনার ও কর্মচারী সকলের জন্য কেউ থাকুক আর না থাকুক NFPE থাকবেই থাকবে।
আলোচনা সভা-----বিষয় :-'কেন  NFPE ধৰ্মঘট  করবে'।