বোনাসের দাবিতে বিক্ষোভ চলছে সারা ভারতবরর্শে।।। আজ IT 2.0 তে FSI and NI IPPB এর কাছে যাওর পর থেকে দেখতে পাচ্ছি যে Maccamish, লিংক কেমন চলছে! এখন সরকার অন্য সব দপ্তরএর বোনাস ঘোষণা করলেও ডাক বিভাগের করতে চাইছে না।। এখনও আমাদের কিচ্ছু সহকর্মী অথবা কিছূ সংঘটন মনে করে সরকার যা করছে কর্মীদের স্বার্থে করছে- তাই তাঁরা কোনো আন্দোলনে তো থাকবেই না উল্টে আমাদের বিপক্ষে থেকে আমাদের আন্দোলন কে দুর্বল করতে চাইছে। তাঁর উদাহরণ কিচ্ছুদিন আগের ধর্মঘট।।।
আপনারা সবাই এগিয়ে আসুন NFPE সঙ্গে এবং আমাদের শত্রু কারা তাঁদের চিহ্নিত করুন।।।।।
0 Comments