১০ ই আগস্টের ডাক ধর্মঘটকে ঐতিহাসিক রূপ দেবার জন্য সকল ডাক কর্মচারীকে অভিনন্দন। আবার ও প্রমান হল ডাক দপ্তরের জন্য একটিই সংগঠন ভাবে সেটি NFPE। একক ভাবে NFPE ই অতীতে সমস্ত দাবি আদায় করেছে আজ ও সেই দায়িত্ব পালন করছে। আজ ৮৫% এর উপর কর্মচারী ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। কিছু বিক্ষিপ্ত কর্মচারী বিভ্রান্ত হয়ে অফিসে ঢুকলেও ডাক পরিষেবা দিতে ব্যর্থ হন পুরোপুরি। সাধারণ মানুষ, এজেন্ট, পেনশনার ও কর্মচারী সকলের জন্য কেউ থাকুক আর না থাকুক NFPE থাকবেই থাকবে।
"Take it from me, Brothers, that petitions and memorials and supplications will count for nothing so long as you do not organize yourselves in a manner to convince the govt. that you will no longer stand nonsense".(Tarapada’s Lahore speech, 1921).
0 Comments