১০ ই আগস্টের ডাক ধর্মঘটকে ঐতিহাসিক রূপ দেবার জন্য সকল ডাক কর্মচারীকে অভিনন্দন। আবার ও প্রমান হল ডাক দপ্তরের জন্য একটিই সংগঠন ভাবে সেটি NFPE। একক ভাবে NFPE ই অতীতে সমস্ত দাবি আদায় করেছে আজ ও সেই দায়িত্ব পালন করছে। আজ ৮৫% এর উপর কর্মচারী ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। কিছু বিক্ষিপ্ত কর্মচারী বিভ্রান্ত হয়ে অফিসে ঢুকলেও ডাক পরিষেবা দিতে ব্যর্থ হন পুরোপুরি। সাধারণ মানুষ, এজেন্ট, পেনশনার ও কর্মচারী সকলের জন্য কেউ থাকুক আর না থাকুক NFPE থাকবেই থাকবে।

Post a Comment

0 Comments