একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক ।
গত জানুয়ারি মাসে মাসে বর্ধমান হেড পোস্ট অফিসের ওভারশিয়ার আজগর দা অবসর গ্রহণ করেন। তিনি চাকরি জীবনের প্রথমে গ্রামীণ ডাক সেবক ছিলেন। পরবর্তীকালে প্রমোশন নিয়ে তিনি পোস্টম্যান এ জয়েন করেন। 16 বছর পোস্টম্যানে চাকুরী করেন। NPS থাকার জন্য তার মাসিক পেনশন 2500 থেকে 2700 টাকার মত হচ্ছে … অথচ তিনি যদি পুরনো পেনশন ব্যবস্থায় থাকতেন মাসিক পেনশন হত 25 থেকে 27 হাজার টাকার মতো। এবার বলুন এই 2500 টাকা দিয়ে কি কারো সংসার চালানো সম্ভব। বিশেষ করে এই বৃদ্ধ বয়সে।
সকলের কাছে অনুরোধ এ ধর্মঘটে অংশগ্রহণ করুন। দুদিন ধর্মঘট করলে দুদিনের বেতন কাটা যাবে কিন্তু আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে।
-------------
নিত্যানন্দ মন্ডল
অর্গানাইজিং সেক্রেটারি
এন এফ পি বর্ধমান
0 Comments