"কেন আমি ধৰ্মঘট করবো"

শ্রম আইন বদল করতে চাইছে। শ্রম কোড চালু হলে ৮ ঘণ্টার কাজের ধরনা শেষ হবে। শ্রম কোড এ বলা আছে ১২ ঘণ্টা কাজ করতে হবে। এখন যারা ৮ ঘণ্টা কাজ করছেন,, কাজে যোগ দেওয়ার জন্য রেডী হতে, যাতায়াত ইত্যাদি ইত্যাদি নিয়ে আরও ৪(চার)ঘণ্টা আপনার সময় বেশি লাগে। ১২ ঘণ্টা ডিউটি চালু হলে পরিবারে সময় দিতে পারবেন??

    তাই বেছে নিন ২৮-২৯ মার্চ, আপনার অর্জিত অধিকার বজায় রাখতেই হবে। একটাও পোস্ট অফিসের দরজা খুলবো না আমরা, শপথ নিন।
 বিপ্লব দীর্ঘজীবী হউক।
..........................
দেবব্রত ভট্টাচাৰ্য
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
NFPE BURDWAN

Post a Comment

0 Comments