"কেন আমি ধৰ্মঘট করবো"

Dear Comrades,
 দেশব্যাপী ধর্মঘটকে কেন্দ্র করে উত্তজনার ত্বরান্বিত হচ্ছে।  তাই আমাদের সবাইকে মানসিক ভাবে তৈরি হতেই হবে। আর একটা কথা মনে রাখতে হবে আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য ধর্মঘটের পথে অগ্রসর হচ্ছি, তাই আমাদের হয়তো অনেক বাধার সম্মুখীন হতে হবে কিন্তু আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে। আর ধর্মঘটকে সঠিক ভাবে পালন করতে হবে।ওইদিন কোন রকম কাজ করা যাবে না। কারণ ধর্মঘটই আমাদের অধিকারকে ছিনিয়ে আনতে পারে। দেশের কৃষকরা দেখিয়ে দিয়েছেন ধর্মঘটের ক্ষমতা, এবার আমাদের দেখিয়ে দেবার সময়।  একটা কথা মনে রাখতে হবে  "comrades are your friends, especially friends that you share a difficult or dangerous situation with."


........
Arabinda Chandra,
GDS MD Tamaghata অরবিন্দ

Post a Comment

0 Comments