"কেন আমি ধৰ্মঘট করবো"

কমরেড,
তোমরা প্রত্যেকেই এক একজন সাংগঠনিক ভাবে শিক্ষিত ব্যক্তি। চেগুয়েভারা বলেছিলেন " বিপ্লবী হতে চাও? বিপ্লবের প্রথম শর্ত শিক্ষিত হও।" সেই কমরেড চেগুয়েভারার দেখানো পথেই এই ধর্মঘটকে কেন্দ্র করে আমরা সাংগঠনিক ভাবে শিক্ষিত হচ্ছি প্রত্যেকেই। আগামী দিনে তোমাদের মধ্যে থেকেই অনেক অনেক বলিষ্ঠ নেতা NFPE পাবে। তাই আমি মনে করি NFPE র ঝান্ডা সঠিক হাতেই আছে আর NFPE র চালনা শক্তিও অনেক অনেক বলিষ্ঠ নেতার হাতে আছে এবং আগামী দিনের সম্পদ আমাদের হাতেই রয়েছে। আপনারা প্রত্যেকেই এক একজন নেতা। লাল সেলাম কমরেডস
বিপ্লব দীর্ঘজীবী হবেই।
NFPE জিন্দাবাদ।


.............
অভিষেক দে
আসিসস্ট্যান্ট সেক্রেটারি
 এন এফ পি বর্ধমান

Post a Comment

0 Comments