বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রামের ছেলে কার্ত্তিক দফাদার। জন্ম ১০.০৮.১৯৯০। তাহার শৈশব ও কৈশোরে পারিবারিক জীবনে কঠোর সংগ্রাম ও বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন তরী বইতে থাকে। তৎসহ ২০১০ সালে গ্রামীন ডাক সেবকের ব্রাঞ্চ পোস্টমাষ্টার পদে প্রথম কর্ম জীবন শুরু। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও লেখা -লিখির প্রতি আগ্রহ এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ ও ভাবধারা, মননশীলতা ও চিন্তাভাবনা কার্ত্তিকের অন্তরে গ্রথিত হতে থাকে। ইতিমধ্যে ২০১৪ সালে কার্ত্তিকের ১ ম উপন্যাস " খুঁজে বেড়ানো স্বপ্ন " প্রকাশিত হয় কলকাতার সাহিত্য জগৎ প্রকাশনী থেকে। তথাপি বারাসত রঞ্জিতা সাহিত্য কমিটি এবং পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি থেকে পুরস্কৃত হন।
সাহিত্যের ভবাবেগ তাকে যেন আরও অনুপ্রাণিত করে। উপন্যাসের পাশাপাশি বিভিন্ন ছোট গল্প, কবিতা ও নাটক লেখেন,যদিও সেগুলো এখও অপ্রকাশিত।
এর মধ্যে ডাক বিভাগের ডিপার্টমেন্টাল পরীক্ষায় বর্ধমান ডিভিশনে ৩ নং স্থান অধিকার করে পোস্টাল অ্যসিস্ট্যান্ট পদে উত্তীর্ণ হন ২০২০ সালে।
পি.এ -তে প্রথম পোষ্টিং পান বর্ধমানের কান্দরা সাব পোস্ট অফিসে, এবং এন. এফ.পি.ইউনিয়নের সদস্য হিসেবে যোগ দেন।
২০১৯ সালে ডিসেম্বরে কলকাতার আনন্দ প্রকাশনে অপর একটি উপন্যাসের প্রকাশনার কাজ শুরু হয়। কোভিড -১৯ এর মহামারী পরিস্থিতিতে এত মোকাবিলা সত্ত্বেও সেই উপন্যাসটি সফল ভাবে ২০২১ সালের মে মাসে প্রকাশিত হয় আনন্দ প্রকাশন থেকে। কার্ত্তিকের ২ য় উপন্যাসটির নাম " বিদায়ের বেলা ", ISBN NO -9788195016860. যদিও আমরা তাকে ইতিমধ্যে বিদায় জানাতে রাজি নই। কর্মজীবনের পাশাপাশি সাহিত্যের যে এত ভাবনা লুকিয়ে আছে তা আগামী দিনে আরও নতুন কিছুর অপেক্ষায় রইলাম।
ইউনিয়নের পক্ষ থেকে সকল পাঠক গনকে গ্রন্থগুলি পড়ার জন্য অনুরোধ রইলো।
............................................
অল ইন্ডিয়া পোষ্টাল ইমপ্লিয়জ ইউনিয়ন
বর্ধমান ডিভিশন
https://aipeuburdwan.blogspot.com
1 Comments
Talent finds it's own way in the midst of thousands of obstacles ...
ReplyDelete