মাননীয়,
শ্রী অর্ণব দাস পোষ্টম্যান শ্রীপল্লী উপডাকঘর। বর্তমানে উনি পোষ্টাল অ্যাসিস্টেন্ট পদে উন্নীত হয়ে কোলকাতা R.M.S বিভাগে কর্মে নিযুক্ত হতে চলেছেন। আমরা শুভ কামনা করছি যে ওঁনার নব কর্মজীবন সুখময় হোক এবং আমাদের সংগঠনের প্রতি যে ন্যায়পরায়ণতা ও মহানব্রত প্রদর্শন করেছেন তা যেন নতুন বিভাগেও একইরকম ভাবে প্রদর্শিত হয়। এই আশা করছি। আপনি থাকবেন আমাদের হৃদয়ের চির জাগরুক বুকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদান্তে
N.F.P.E
BURDWAN DIVISION
0 Comments