অপরাজেয় 16 দিনের ডাক ধর্মঘট,
GDS দের কমলেশ চন্দ্র পে কমিটির ইতিবাচক সুপারিশ কার্যকরের দাবিতে
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
ডাক বিভাগের GDS কর্মচারীরা 2018 সালের মে মাসের 22 তারিখ থেকে 6 ই জুন পর্যন্ত ঐতিহাসিক 16 দিনের অনির্দিষ্টকালের ধর্মঘটের মধ্য দিয়ে তারা বাঁচার অধিকার দাবি করেছিলেন।
GDS মানে কী? আগে ছিল অতিরিক্ত বিভাগীয় এজেন্ট এখন তারা গ্রামীণ ডাক সেবক নামে পরিচিত, তারা সব বিভাগীয় কাজই করে থাকে, সংখ্যায় সম্ভবত 2●7 লাখ। 1লাখ 29 হাজারের বেশি গ্রামীণ পোস্ট অফিস অবস্থিত রয়েছে সমগ্র ভারতবর্ষে ব্যাপী। ওরা আমার আপনার গ্রামে কাজ করে থাকেন।
আমরা কি জানি তাদের এই পরিষেবার বিনিময়ে কত পারিশ্রমিক পেয়ে থাকেন? সাধারণ মানুষ অনেকেই ভাবেন অন্যান্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতনই বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন,কিন্তু না, মোটেই না।
কনফেডারেশনের আহ্বানে 12 ও 13ই ফেব্রুয়ারি 2014 ধর্মঘটের মধ্য দিয়ে সপ্তম বেতন কমিশন গঠিত হয় তখন স্বাভাবিক নিয়মেই জি ডি এস দের জন্য কমলেশ চন্দ্র পে কমিটি গঠিত হয়। 12 মাস সময় নিয়ে কমলেশ চন্দ্র পে কমিটি রিপোর্ট জমা দেয় মালিকপক্ষের কাছে। প্রতিবেদন জমা দেওয়ার দীর্ঘ 18 মাস অতিক্রান্ত হলেও এই প্রতিবেদন কার্যকর করা হলো না।
GDS রা তাদের পরিশ্রমের বিনিময়ে ঘামের মূল্য পেতে আর কতক্ষণ অপেক্ষা করবে এমতাবস্থায় তারা যুদ্ধের পথে অবতীর্ণ হয়। অস্তিত্বের জন্য তাদের ঐতিহাসিক সংগ্রামে আমাদের কি সঙ্গ দেওয়া উচিত নয়? এই পরিস্থিতি পর্যালোচনা করে বিভাগীয় কর্মচারীরাও ধর্ম-বর্ণ-মত নির্বিশেষে এই ধর্মঘটে অংশগ্রহণ করলেন সমগ্র ভারতবর্ষ ব্যাপী। আমাদের বর্ধমান বিভাগেও তার ব্যতিক্রম ঘটেনি এই ধর্মঘট নিয়ে অনেক বিতর্ক থাকলেও বর্ধমান বিভাগে N.F.PE একটি UNIT হিসেবে ধর্মঘট পালন করেছে। সমস্ত বিভাগীয় কর্মচারীরা যেভাবে সংঘবদ্ধ হয়ে GDS বন্ধুদের ধর্মঘটে পাশে দাড়িয়ে লড়াই করেছেন তা আমাদের কাছে এক সংগ্রাম লব্ধ অভিজ্ঞতা। ধর্মঘট শুরুর প্রথম কয়েকদিন যৌথ লড়াইয়ের মঞ্চ থেকেই কর্মসূচি পালন করা হচ্ছিল কিন্তু পরবর্তী সময়ে মঞ্চ বিভক্ত হলেও লড়াই কিন্তু চলতেই থাকে। পরবর্তীকালে যখন সিদ্ধান্ত হয় বিভাগীয় কর্মচারীরা 26/5/2018 থেকে কাজে যোগদান করবেন কিন্তু GDS রা ধর্মঘট চালিয়ে যাবেন। এই পরিস্থিতিতে নানারকম বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই 26/5/2018 আমাদের চারটি ক্যাডারের বিভাগীয় সম্পাদকরা GDS দের এক সভায় আহ্বান জানায়। উক্ত সভায় বিপুল সংখ্যক GDS উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন এবং ঐ মঞ্চ থেকেই লড়াইয়ের রূপরেখা তৈরি হয়, তারা জানিয়ে দেন- চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই চলবে।
লড়াই চলতে থাকে বর্ধমান প্রধান ডাকঘরের সম্মুখে ধারাবাহিকভাবে অবস্থান-বিক্ষোভের মধ্য দিয়ে। বিভাগীয় কর্মচারীরা প্রবল কাজের চাপের মধ্যেও GDS দের সঙ্গ দিতে থাকেন এবং আমাদের সংগঠনের নেতৃত্বরা প্রখর দাবদাহের মধ্যে অবস্থানরত GDS দের বিভিন্নভাবে সহায়তা প্রদান করতে থাকেন। 6 ই জুন 2018 বিকেলবেলা দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে সাংবাদিক সম্মেলন করে GDS দের জন্য গঠিত পে কমিটির বেশ কিছু ইতিবাচক প্রতিবেদন কার্যকর করা হলো। স্বস্তির নিঃশ্বাস ফেললেন চিরপ্রতিজ্ঞ GDS কর্মচারীরা। তাদের এই অদম্য জেদ ও হার না মানার মানসিকতা অবশেষে প্রতিষ্ঠা পেল।
গর্বের 16 দিন-সংগ্ৰামী 16 দিন-অপরাজেয় 16 দিন।
https://aipeuburdwan.blogspot.com
0 Comments