কমরেড নারায়ণ মেঘাজি লোখান্ডে লাল সেলাম।
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
ব্রিটিশ শাসনকালে ভারতে শ্রমিকদের সপ্তাহের সাত দিনের সাত দিনই কাজ করতে হতো৷ সপ্তাহে একদিন ছুটি দাবিতে শ্রমিক নেতা নারায়ণ মেঘাজি লোখান্ডে দীর্ঘ সাত বছর লড়াই করার পর 1890 সালের 10 জুন ব্রিটিশ সরকার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে রবিবার দিনটিকে ঘোষণা করতে বাধ্য হয়।
তৎকালীন শ্রমিকদের এক নেতা ছিলেন শ্রীনারায়ণ মেঘাজি লোখান্ডে। মহারাষ্ট্রের ঠাণের বাসিন্দা। তাঁকে শ্রমিক আন্দোলনের পথিকৃত বলা হয়। লোখান্ডের কারণেই ভারতীয় শ্রমিকরা রবিবারের সাপ্তাহিক ছুটি পান শুধু তাই নয় কাজের মাঝে আধঘন্টা খাওয়ার সময়।
কমরেড নারায়ণ মেঘাজি লোখান্ডে লাল সেলাম।
https://aipeuburdwan.blogspot.com
0 Comments