দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছিলেন জীবন উৎসর্গ করেছিলেন যাঁরা, তাদের স্মরণ করছি। দেশের স্বাধীনতা, গণতন্ত্র, অর্থনৈতিক সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, জাতীয় সম্পদ ও দপ্তর  রক্ষার শপথ গ্রহণ করছি।
১০ ই আগস্টের ডাক ধর্মঘটকে ঐতিহাসিক রূপ দেবার জন্য সকল ডাক কর্মচারীকে অভিনন্দন। আবার ও প্রমান হল ডাক দপ্তরের জন্য একটিই সংগঠন ভাবে সেটি NFPE। একক ভাবে NFPE ই অতীতে সমস্ত দাবি আদায় করেছে আজ ও সেই দায়িত্ব পালন করছে। আজ ৮৫% এর উপর কর্মচারী ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। কিছু বিক্ষিপ্ত কর্মচারী বিভ্রান্ত হয়ে অফিসে ঢুকলেও ডাক পরিষেবা দিতে ব্যর্থ হন পুরোপুরি। সাধারণ মানুষ, এজেন্ট, পেনশনার ও কর্মচারী সকলের জন্য কেউ থাকুক আর না থাকুক NFPE থাকবেই থাকবে।
আলোচনা সভা-----বিষয় :-'কেন  NFPE ধৰ্মঘট  করবে'।
Limited Transfer Facility for all categories of gramin Dak Sevaks(GDS)
ডাকবিভাগ এর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প ও জীবন বীমা কে IPPB Ltd. এর সাথে সংযুক্ত করে ডাকবিভাগকে বেসরকারীকরনের অপচেষ্টার বিরুদ্ধে ও ডাকবিভাগের বিপুল সঞ্চয়কে রক্ষা করার স্বার্থে পোস্টাল JCA এর ডাকে আগামী ১০ই আগস্ট, ২০২২ ধর্মঘটের নোটিশ প্রদান করা হল সারা ভারত ডাক কর্মচারী সংগঠন, বর্ধমান বিভাগের পক্ষ থেকে বর্ধমানের বিভাগীয় প্রধানকে।