গতকাল 21/05/2021, কমঃ আশীষ হালদার, GDS সেক্রেটারি, AIPEU Burdwan Division প্রয়াত হোন. তিনি গত দুদিন আগেই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন.. Burdwan এর এক নার্সিংহোমে চিকিৎসাধিন ছিলেন..
তিনি Memari Sub Division এর অন্তর্গত Palla BO তে Branch পোস্টমাস্টার হিসেবে কর্মরত ছিলেন. প্রতিটি ডাক কর্মী আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা চির স্মরণীয়. তিনি যে শুধু লড়াই করেছেন এমন নয় তিনি সেই লড়াই কে শক্ত হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
প্রথমে জী ডী এস কর্মচারীদের D.A ছিলো না। খুব সম্ভবত 1984 সালে শিলিগুড়ি থেকে কোলকাতা যোগাযোগ ভবন দীর্ঘ পদযাত্রা সংগঠিত হয়েছিল NFPE সংগঠনের নেতৃত্বে। সেই সময়কালে আশীষ দা বর্ধমান বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আশীষদার অবদান চিরস্মরনীয়। কোনোদিনই তা ভোলবার নয়। আমাদের মধ্যে উনি অমর হয়ে থাকবেন। উনার আত্মার শান্তি কামনা করি। শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানাই। আমরা বর্ধমান AIPEU সংঘঠনের সকল কর্মী শোকস্তব্ধ পরিবারের পাশে আছি।
AIPEU Burdwan Division.
https://aipeuburdwan.blogspot.com
0 Comments