22 CHARTER OF DEMANDS
আসন্ন দেশব্যাপী শ্রমিক ধর্মঘট -- ২৩ ও ২৪শে ফেব্রুয়ারী ২০২২- নোটিশ প্রদান বর্ধমান বিভাগীয়  প্রধানের  কাছে
16 ও 17 ই ডিসেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের সমর্থনে NFPE বর্ধমানের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল
দ্বিতীয় দিনেও বর্ধমানে ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
১১ দফা দাবিতে ডাক বিভাগকে রক্ষা করার সংকল্প নিয়ে বর্ধমানের NFPE কমরেডরা বিভাগীয় প্রধানের দপ্তরে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে প্রতিবাদে অংশ নিলেন।
সেদিন ২৬ এ জানুয়ারি, ২০২১ ঐতিহাসিক কৃষক আন্দোলনের ৬০ দিন। বর্ধমানে কৃষকদের মিছিল আমরা শ্রমিক কর্মচারীরা পূর্ন সমর্থন জানিয়ে তাদের পাশে ছিলাম। সহস্র ট্রাক্টরে করে লাল পতাকার সাথে দেশের পতাকা নিয়ে তাদের এগিয়ে যাওয়া আর তাদের উন্মাদনা আমাদের সেদিন প্রেরণা জুগিয়েছিল। ইনকিলাব জিন্দাবাদ ধ্বনিতে আকাশ মুখরিত হয়েছিল। আমরা ও বলেছিলাম কমরেড জয় আপনাদের অধিকার। কোলে বাচ্চা নিয়ে অনেক মা তার পরিবারকে বাঁচাতে, পিঠে ব্যাগ নিয়ে অনেক যুবক যারা কৃষক পরিবারের সদস্য নিজের বাবার পাশে দাঁড়িয়েছিল, হাতে ছিল লাল ঝান্ডা। ওরা কিন্তু জানত না যে ৩৭৮ দিন পর জয় ওদের ই হবে, কিন্তু জানতো জয় ওদের অধিকার আর ওরা ওদের অধিকার ছাড়ছে না। ছবি টার পিছনের একটি পোস্টার আছে সেও ওদের সমর্থনে বলছে "বাঁকবো তাই ভাঙবো না"। সত্যি আপনাদের ভাঙা যায়নি। লড়াই করা আপনাদেরই মানায়। আপনাদের লড়াই দেখে আমরা সত্যি গর্বিত আর আমরাও আপনাদের মত লড়াই এর জন্য তৈরি হতে চাই। আগামী ফেব্রুয়ারি র দুই দিনের ধর্মঘটে দেখিয়ে দিতে চাই কৃষক দের মত শ্রমিক কর্মচারীরাও অধিকার ছিনিয়ে নিতে জানে।