রক্তদান শিবির

কমরেড,

আগামী ১৪ ই ডিসেম্বর, ২০২২ বুধবার কেন্দ্রীয় কো-অর্ডিনেশন কমিটি পূর্ব বর্ধমান জেলার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবার রক্তদান শিবির বর্ধমানের পোস্টাল বিভাগীয় প্রধানের দপ্তরে অনুষ্ঠিত হবে। আজকের CGECC র মিটিং থেকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 

১) এবার আমরা ৭৫ জন রক্তদাতার টার্গেট নিয়েছি। (অন্যান্যবার ৫০ জনের থাকে)

২) রক্তদান শিবিরের রক্তদাতাদের নাম নথিভুক্ত করার জন্য নিম্নলিখিত কমরেড দের কাছে নাম জমা দিন
1) সরোজ কর্মকার
2) অরিত্র কোনার
3) রাজেশ দে
4) অর্পিতা চৌধুরী
5) রাখি হাটি

৩) রক্তদান শিবির আয়োজনের দায়িত্বে থাকবে নিম্নলিখিত কমরেডরা
1) শুভেন্ধু ঘোষ
2) পার্থসারথি চক্রবর্তী
3) রাজেন ঘোষ
4) ভীষ্মদেব সরকার
5) অরূপ মন্ডল
6) অরিজিৎ অধিকারী

৪) রক্তদান শিবিরের হিসাব রক্ষক হিসাবে নিম্নলিখিত কমরেডরা নিযুক্ত থাকবে
1) দিব্যেন্দু সাহা
2) আশীষ যশ

প্রতিবারের মত সকলের অংশগ্রহনের মধ্যদিয়ে আমরা এবারও অত্যন্ত সাফল্যের সাথে সমাজের তথা কমরচারীদের স্বার্থে এই মহান কাজ সম্পুর্ন করবো এই আশা রাখি।

সংগ্রামী অভিনন্দন সহ
জেলা সম্পাদক
CGECC 
পূর্ব বর্ধমান

Post a Comment

0 Comments