ওরা ভয় পেয়েছে...


ওরা ভয়  পেয়েছে... এবং একেবারেই ব্যর্থ। নৈতিক ভাবেও  পরাজিত । এখন  শুধু  একটাই অস্ত্র মিথ্যা কথা  বলা। মিথ্যা কথা  বলে  বাকিদের confused করা ।  ওরা জীবনে  কোনো ত্যাগ করেনি  আর করতেও  পারবে না। দুদিনের বেতন  কেটে যাবে- এই ত্যাগ যেমন করার  ক্ষমতা নেই তেমনি যদি  কোনো GDS কর্মী ধর্মঘট  করে  তা হলে  তাঁর কাছেও  নৈতিক ভাবে  হেরে যাবে। কারণ  ঐ  GDS টি তো strike করছে আমাদের এই দপ্তর কে বাঁচানো এবং যে সুবিধা  পাবে তাঁর ফল কে তে সেই ওরা সবার  আগে গিয়ে enjoy করবে।

তাই ওরা একটাই অস্ত্র নিয়েছে। মিথ্যা.। মিথ্যা। মিথ্যা। কিছু  মিথ্যা ছড়িয়ে  দাও। Strike উঠে গেছে। কোনো strike হবে  না। এই সব  মিথ্যা।

সত্য হলো  এটাই পোস্টাল JCA মধ্যে  দিয়ে এই STRIKE হচ্ছে  NFPE  FNPO ছাড়াও  ভারতবর্ষের আরো 15-20 টি trade union strike এ আছে। Bank, insurance. Income tax ছাড়াও  আরো অনেক দপ্তরের  মতোই  আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট ও এই strike এ অংশগ্রহণ করছে  আমাদের 22 টি দাবি আদায় করার  জন্য।

............



Post a Comment

0 Comments