প্রদীপের তলায় থাকা সামান্য অন্ধকার টুকু উপেক্ষা করে যেমন আমরা প্রদীপের আলোর স্নিগ্ধতা টুকু গ্রহণ করি , তেমনি ২ দিনের বেতনের বদলে আমাদের সুনিশ্চিত ভবিষ্যতের আশার আলো টুকু গায়ে মাখতে পারলে ক্ষতি কি? মনে রাখতে হবে অতীতের ১৮ দিনের ধর্মঘটের ফসল আজ আমরা পাচ্ছি , এবং আমরা কাজের বদলে বেতন নিই , অথচ department ভাবছে আমাদের মাইনে দিয়ে করুণা করছে .. তাই এই ধর্মঘট দিয়েই department কে বোঝাতে হবে যে আমরাও প্রতিবাদ করতে জানি , আমরাও একজোট হতে জানি ।
সুকন্যা সামন্ত
এবিপি লাকুরিয়া ব্রাঞ্চ পোস্ট অফিস
0 Comments