*আমরা যারা বলছি আসন্ন 23&24 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট রাজনৈতিক ধর্মঘট, এই ধর্মঘটে আমাদের প্রয়োজনীয়তা কী???*
---------------------------------------
আমরা যারা বলছি এই ধর্মঘট রাজনৈতিক ধর্মঘট এই ধর্মঘটের প্রয়োজনীয়তা কী? এই প্রসঙ্গে বলি, কেন্দ্রীয় সরকারি শ্রমিক কর্মচারী আন্দোলনের অবিসংবাদিত নেতৃত্ব K.G BOSE এর কথায়- *" কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে রাজনীতি মানে দলীয় রাজনীতি নয়, শাসকশ্রেণীর শ্রেণী-অবস্থান।"* যে করোনা সময়কালে নানাভাবে দেশের মানুষের জীবন-জীবিকার উপর শাসকশ্রেণীর নীতিগত আক্রমণ কেন্দ্রীভূত হচ্ছে, আমাদের DA/DR থেকে বঞ্চিত করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি দপ্তরে প্রায় 7 লক্ষ শূন্যপদ গুলি পূরণ করা হচ্ছে না অথচ দেশে বেকারত্ব চরমসীমায় পৌঁছেছে, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিঃশ্বাস উঠছে আমরা যারা বাজারের থলি নিয়ে বাজারে যাই তার আঁচ নিশ্চই অনুভব করছি, GDS দের কমলেশ চন্দ্র পে কমিটির সমস্ত ইতিবাচক সুপারিশ এখনও কার্যকর হচ্ছে না এরকম অজস্র বিষয় আছে সে প্রসঙ্গে যাচ্ছি না। এইরকম একটা সময়েও আমরা দেখলাম শাসকশ্রেণীর বদান্যতায় কর্পোরেটদের সম্পদ প্রায় 40% বেড়েছে আমাদের দেশে যখন সারা বিশ্বে কর্পোরেটদের সম্পদের পরিমাণ কমেছে অর্থাৎ শাসকশ্রেণী শ্রমজীবী মানুষের রক্ত-ঘামের বিনিময়ে কর্পোরেটদের স্বার্থরক্ষায় নতজানু হয়ে পড়েছে। লড়াই তার বিরুদ্ধেই। আবার বলা হচ্ছে TRADE UNION অধিকার থাকবে না যদি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ভেঙে পড়ে। ঐক্যবদ্ধ, দীর্ঘস্থায়ী লড়াইয়ের পথে স্বৈরাচারী শাসকেরও মাথা নোওয়ানো সম্ভব। তাই লক্ষ্যে অবিচল থেকে দপ্তরে দপ্তরে দলমত নির্বিশেষে নিবিড় প্রচার সংগঠিত করে আসন্ন ধর্মঘটকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে হবে। এটাই আমাদের শপথ হোক।
0 Comments