"Ah! Brothers, workers are not beggars; they are the salt of the earth, they are the only people who produce wealth. Wealth consists of the labour imprinted on material substance and in the absence of workers where is the labour to come from which is necessary to create wealth? Those who do not work are parasites sucking like vampire the life blood of the society, and are battening on the wealth produced by the workers. Is it not amusing that the wealth produced by workers should be appropriated, and then the producers of wealth be called beggars and a pittance doled out to them, so that they may keep the body and soul together for further production of wealth for the benefit of others?"
_______________________
Com. BABU TARAPADA MUKHERJEE
_______________________
AT THE LAHORE CONFERENCE ON 9-10-1921
_______________________
100 বছর পার হলেও আজও এই বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক. একটি সংগঠন হয়ে ওপর একটি সংগঠন সম্বন্ধে সমালোচনা করা সত্যিই অনভিপ্রেত. কারণ NFPE সব সময় বিশ্বাস করে ,যে কোনো ট্রেড ইউনিয়ন এর কাজই হলো কর্মী স্বার্থ দেখা. একটা ট্রেড ইউনিয়ন কোনো ব্যক্তির উপকারে অথবা কোনো আন্দোলনের সাথে থাকতে পারুক আর না পারুক অন্তত তার বিপক্ষে যাবে না আমরা NFPE union এটাই বিশ্বাস করি. সাংগঠনিক হিসাবেও আমরা অপর সংগঠন কেউ সমান সম্মান করি...
কিন্তূ বর্তমানে একটি সংগঠনের কিছু নেতা সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত স্বার্থ কে চারিতার্থ করার জন্য একটি সংগঠন কে সম্পূর্ণ নিজেদের কাজে ব্যবহার করছে কোনো কর্মীর ক্ষতি করার জন্য. এই উদাহরন প্রচুর আছে.. তবে NFPE আজ একটি বিষয়ের ওপর ই প্রতিবাদ করবে...
গত 05/05/2021 থেকে Burdwan WTC Training Center এ 10 জন কর্মীর 12 দিনের ট্রেনিং order করে Burdwan বিভাগীয় প্রধান. এই 10 জনের মধ্যে বাইরের রাজ্য থেকে আসা কর্মী ও 45 উর্দ্ধ কর্মীর উপস্থিতও আছে. ট্রেনিং সেন্টার এ কোনো জানালা নেই এবং বায়ু চলা চলের কোনো সুব্যবস্থা না থাকার জন্য অত্যাধিক গরম এবং দমবন্ধ পরিবেশের সৃষ্টি হয়ে উঠে. তার ওপরে Masks পরে থাকাটা আরো কষ্টকর... AC চালাতেও ভয় পাচ্ছে কর্মীরা. তাই সমস্ত trainee এবং trainer মিলে আলোচনা করে SSPO মহাশয় এর কাছে তারা মৌখিক অনুরোধ করে theoretical class গুলো online এ করানোর জন্য. বিভাগীয় প্রধান সেটা কেও সম্মতি দেন মৌখিকভাবে ...
সেই মতো 08/05/2021 এর Theoretical class online এ হবে বলে সিদ্ধান্ত নেই trainer and trainee রা. কিন্তূ এই খবর পাওয়া মাত্রই 07/05/2021 বিকেলে কয়েক জন trainee কে তাঁরা বোঝাই যে online এ ট্রেনিং করলে তাঁদের joining date পিছিয়ে যাবে. তাই তাঁদের কে সঙ্গে করে sspo এর চেম্বার গিয়ে অভিযোগ করে যেনো কোনো পরিস্থিতিতেই ট্রেনিং online এ না হয়. এবং SSPO মহাশয় কে অত্যাধিক চাপ সৃষ্টি করে. স্বাভাবিকভাবে SSPO মহাশয় trainer কে online ট্রেনিং শুরু করতে নিষেধ করেন...
এখন প্রশ্ন হলো কিছু trainee দের যে ভুল বুঝিয়ে SSPO চেম্বারে যারা নিয়ে গিয়েছিল তারা কি জানে না Departmental Employee দের training যেদিন শুরু হয় সেই দিন ই date of Joining হয় এবং সেদিন থেকেই তাঁরা বেতন পান? আর online এ training এ যদি date of Joining পিছিয়ে যায় তা হলে PTC,CO, RO থেকে SSPO/IPO/PA/SA etc. দের দেওয়া ট্রেনিং গুলোকি সবই বাতিল হয়!.
আসল ব্যাপারটা হলো নোংরা রাজনীতি করা. কারণ যে trainer আছেন তিনি NFPE এর একজন সাধারণ কর্মী - তার পরিবারে 60 উর্দ্ধ বাবা মা আছেন.. বাবা হার্টের রুগী. তার wife asthma রুগী আর একটি 2 বছরের বাচ্চা আছে. তাই কোনো পরিস্থিতিতেই সে যেনো কোনো সুবিধা না পায়.
গতকাল আমাদের একজন প্রিয় সহকর্মী মাননীয় রমেন দাস প্রয়াত হন. যা আমাদের সকলের কাছে অত্যন্ত দুঃখের এবং বেদনার. আমরা NFPE পরিবার অত্যন্ত মর্মাহত এবং রমেন দাস এর পরিবার কে আমরা সমবেদনা জানাই.
তাই আমরা আবার ঐ নেতাদের অনুরোধ করবো এই নোংরা রাজনীতি থেকে বিরত থাকুন. আপনারারা কর্মী স্বার্থের বিরোদ্ধে যাবেন না..
আমরা NFPE এর পক্ষ থেকে এই নোংরা রাজনীতির র জন্য তীব্র ধিক্কার জানাচ্ছি ঐ সব কর্মী বিরোধী নেতাদের. আমরা মাননীয় SSPO মহাশয় কে অনুরোধ করবো অতি দ্রুত training যেনো online শুরু করা যায় trainer এবং trainee ও তাদের পরিবারের সকলের স্বার্থে...
------------------
Divisional Secretary
NFPE Burdwan Division
0 Comments