প্রিয় সাথী
গত 02/04/2021 সাধারণ সভা তে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এর ওপর আলোচনা হয়েছে.. Com. Asit Bangbas, Assit Secretary, NFPE WB Circle বলছেন বর্তমান কেন্দীয় সরকার BSNL, Air India, LICI, Railway, PSU banks etc. কে যে ভাবে Disinvestment এর নাম করে share বেঁচে দিয়ে সরকার তার নিয়ন্ত্রণ কে privatization করছে, ঠিক একই ভাবে সরকার এখন আমাদের প্রিয় দপ্তরের দিকে নজর দিয়েছে... কিন্তূ এই ডিপার্টমেন্ট তো অনেক পুরোনো, জনগণের অনেক অনুভূতি জড়িয়ে আছে এই দপ্তরের সাথে... তাই প্রতি বছর সরকার এই দপ্তরের ক্ষতি পরিমানকে জনসমক্ষে তুলে এনে এই আমাদের জনকল্যাণ দপ্তর কে একটি আলভাবজনক ব্যবসাহিক প্রতিষ্ঠান হিসেবে সাধারণ জনগণের কাছে তুলে ধরছে...এখন প্রতিবছর 15000 crore ক্ষতি তে এই দপ্তর চলছে. কিন্তূ এতো ক্ষতি এর বোঝা নিয়ে কোন কোম্পানি এখানে ইনভেস্টমেন্ট করবে? কেউ করবে না. তাই এই সমস্যা মেটাতে department of posts কে চারটি ভাগে ভাগ করে , বিভিন্ন অংশীদারত্তি দের ভাগ করতে চাইছে .. এবং তার জন্য আলভজনক অফিস কে বন্ধ করার পরিকল্পনা চলছে...
Com. Deb Kumar Chattapadhya AIPEU/NFPE Division Secretary, Burdwan Division , তুলে ধরেছেন একটি বিষয় কে যেখান বলা হয়েছে Department খুবই দ্রুত সমস্ত BO তে review করতে যাচ্ছে.. যে সব BO তে 33.33% Loss earning এ আছে সে গুলো কে franchise model এ convert করার পরিকল্পনা করছে দপ্তর. Existing Arrangement কে Terminate করে.. তিনি সকল কর্মী কে অনুরোধ করেছেন একত্রিত হওয়ার জন্য এবং বেশি বেশি করে Account খুলতে..AIPEU UNION এর বিরুদ্ধে পথে অবশ্যই নামবে কিন্তূ তার আগে তো আমাদেরও কিছু কাজ করতে হবে... Zero account খুলে অথবা অফিস বন্ধ রেখে তো আর আন্দোলনে যাওয়া যায় না.. তাই সকল কে অনুরোধ করছেন আনন্দ সহকারে কাজ করুন. AIPEU union আপনাদের সাথে সব সময় আছে তার ইতিহাস আশাকরি আপনারা জানেন..একটি, সুশৃঙ্খল, দায়িত্বপবান এবং ভারতবর্ষের বৃহতম কর্মচারী সংঘঠন হিসেবে আপনাদের কাছে অনুরোধ আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না, একজন ভালো কর্মী ই একজন ভালো সংঘটক হতে পারেন..
সকলকে শুভেচ্ছা...
---------
AIPEU Burdwan Division
https://aipeuburdwan.blogspot.com
0 Comments