সিকিমের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে NFPE। ৫০০০০/- টাকার চেক ও খাদ্যসামগ্রী সহকারে আমাদের কমরেডরা পৌঁছে গেছেন সেই সমস্ত মানুষদের পাশে।
অবিলম্বে কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও ডাক কর্মচারীদের বোনাস দিতে হবে এই মর্মে চিঠি দেওয়া হয়েছে CCGEW, NFPE, AIPEU Group C এর পক্ষ থেকে
২০ এ ফেব্রুয়ারি, ২০২৩ সোমবার ৫ দফা দাবির ভিত্তিতে NFPE বর্ধমান বিভাগের ডাকে বিক্ষোভ কর্মসূচি করা হলো। দিন দিন যে ভাবে প্রশাসনিক অত্যাচারের পাশাপাশি কিছু শ্রমিক কর্মচারী বিরোধী, দুর্নীতিপরায়ণ শ্রেণীর কর্মচারীদের জন্য আমাদের ঐতিহ্যশালী ডাকবিভাগের যে সুনাম ও স্বাভাবিক কাজ করার পরিবেশ, নিরাপত্তা বিঘ্নিত হওয়া ও বিশেষত মহিলা কর্মচারীদের উপর ঘৃণ্য আক্রমনের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচী। প্রাথমিক ভাবে বর্ধমান হেড অফিসে একটি সভা করে মিছিল করে বিভাগীয় প্রধানের অফিসে গিয়ে ও তার কাছে একটি memorendum জমা করে এই সব অন্যায়ের বিরুদ্ধে NFPE অতীতের মতই লড়াই করবে ও সমস্ত অন্যায় কে রুখে দিয়ে সমস্ত কর্মচারীদের স্বাভাবিক কাজের পরিবেশ ফিরিয়ে আনতে NFPE বদ্ধপরিকর সেই বার্তাও দিয়ে আসা হয়।
পার্ট টাইম কন্টিনজেন্ট পেইড কর্মচারী ও গ্রামীণ ডাক সেবক দের Substitute দের বকেয়া বেতন অবিলম্বে প্রদান সহ, ডাক দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ হেড এ ফান্ড প্রদান করে বকেয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল প্রদান করতে হবে এই দাবিতে সারা ভারত ডাক কর্মচারী সংগঠন এর ডাকে বর্ধমানে বিভাগীয় প্রধানের দপ্তরের সামনে ও কাটোয়া হেড পোস্ট অফিসে বিক্ষোভ কর্মসূচীর কিছু মুহূর্ত
আগামীকাল রক্তদান শিবিরের  প্রস্তুতি