সেক্রেটারির কলমে..............


*ননী ব‍্যানার্জী ও সমীর বিশ্বাস ডাক আন্দোলনে বর্ধমানে দুই            প্রবাদপ্রতিম নেতৃত্ব*              কমরেড সমীর বিশ্বাস বর্ধমানের প্রতিষ্ঠিত নেতৃত্ব। পোষ্টাল সংগঠন,কো অর্ডিনেশন কমিটি, 12 ই জুলাই কমিটি সর্বত্র যুক্ত। তার প্রথম জীবনটা অন‍্যরকম ছিল। কমরেড সমীর তখন ডাকঘরে DRM হিসাবে কাজ করে। সত্তরের দশকে শোনা যায় বিপক্ষ সংগঠনের কিছু লোক ননীদাকে মারার জন্য সমীর বিশ্বাস কে যুক্ত করে। ননী দা সেটা জানতে পারেন। সমীর বিশ্বাস যখন দলবল নিয়ে ননীদার উপর চড়াও হবার জন্য উপস্থিত হয় ননীদা সরাসরি প্রশ্ন করেছিলেন *-"মারতে এসেছ,কিন্তু কেন মারবে সেটা বল।"* সমীর বিশ্বাসের এ প্রশ্নের উত্তর জানা ছিল না। সে ফিরে যায়। পরদিন ননীদা সমীর বিশ্বাস কে ডেকে দুই সংগঠনের দৃষ্টিভঙ্গি, আদর্শ,লক্ষ্য সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন।সেই থেকেই সমীর বিশ্বাস *"কমরেড সমীর বিশ্বাস"* জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্ৰামের দর্শন ও আদর্শে অবিচল থেকে কাজ করেছে। পথদুর্ঘটনায় নিহত কমরেড সমীর বিশ্বাসের মরদেহে মালা দেবার সময় একদল সাধারণ দরিদ্র পরিবারের লোকজন এসেছিলেন। পরে জানা গেছে তারা সমীর বিশ্বাসের দ্বারা নানাভাবে উপকৃত হয়েছে। আদর্শই আমাদের হাতিয়ার।


-----------------

NFPE Burdwan Division

https://aipeuburdwan.blogspot.com


Post a Comment

0 Comments