নয়া-উদারবাদী নীতিসমূহের বিরুদ্ধে সংগ্ৰাম


*নয়া-উদারবাদী নীতিসমূহের বিরুদ্ধে সংগ্ৰাম*  
----------------------------------------
1991 সাল থেকে নয়া উদারবাদী নীতিসমূহ প্রয়োগ হতে শুরু করলে দেশব্যাপী নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হতে থাকে। নয়া উদারবাদী নীতি সমূহের বিরুদ্ধে প্রথম ধর্মঘট আহূত হয়েছিল 1991 সালের 23 শে নভেম্বর। ওই সময়ে বিভিন্ন শিল্প ক্ষেত্রে দেশব্যাপী ও আঞ্চলিক স্তরে শ্রমিক-কর্মচারীরা ধর্মঘটে সামিল হয়েছিলেন। অধিগৃহীত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র,ব্যাংক-বীমা,পরিবহন, বিদ্যুৎ,রাজ্য ও কেন্দ্রের সরকারি কর্মচারী সহ নানা ক্ষেত্রের অসংগঠিত শ্রমিক ইত্যাদিরা ওই সময়ে ঐক্যবদ্ধ সংগ্রামে অংশ নিয়েছিলেন। কোন কোন সময়ে দুটি বা একটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যুক্ত মঞ্চ থেকে বেরিয়ে গেলেও, এই নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থেকেছে। 1991 সালের পরবর্তী সমস্ত সময়কাল ব্যাপী শ্রমিকদের বহু কষ্টে অর্জিত অধিকারের উপর অত্যন্ত ঘৃণ্য আক্রমণ নামিয়ে আনা হয়েছে। বর্তমানে যখন আমরা দেশে সংগঠিত ট্রেড ইউনিয়ন শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছি তখন শ্রমিকদের ইচ্ছামত ট্রেড ইউনিয়ন গঠন করার অধিকার আক্রান্ত হচ্ছে। শুধুমাত্র ইউনিয়ন গঠন করার চেষ্টা করায় শত শত শ্রমিককে শাস্তির মুখে পড়তে হচ্ছে। শ্রম আইন অত্যন্ত কঠোর বলে যখন চিৎকার করা হচ্ছে তখনও ট্রেড ইউনিয়ন এর স্বীকৃতি বাধ্যতামূলক করার জন্য এবং যৌথ দর কষাকষির অধিকার সুরক্ষিত রাখার জন্য শ্রমিকদের লড়াই করতে হচ্ছে, ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের দাবি সনদের মধ্যে এগুলিও এখন গুরুত্বপূর্ণ দাবি হিসেবে উপস্থাপিত হয়েছে।


.….........................
অরিন্দম নাগ
বর্ধমান ডিভিশন 

Post a Comment

0 Comments